বিভিন্ন প্রকাশনীর প্রকাশিত বই
আমরা মূলত বাছাইকৃত বই নিয়ে কাজ করছি। শুরুটা হয়েছিল রাঙ্গামাটি থেকে প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত বই নিয়ে। দীর্ঘ যাত্রায় আমরা বইয়ের বিভাগ ও তালিকা লম্বা করেছি, করেই চলেছি। এখনও পর্যন্ত আমরা বাছাইকৃত বইয়ের দিকে মনোনিবেশ রাখার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত যে কোন ক্যাটাগরির বইসহ বিবর্তন, বিজ্ঞান, দর্শন, যু্ক্তিবাদ, রাজনীতি, ইতিহাস, ভাষা ইত্যাদি বিষয়ের বইয়ের বই। আমাদের বই সংগ্রহ সমৃদ্ধ করতে বিভিন্ন প্রকাশনীর ভূমিকা রয়েছে।